
কক্সবাজারের একটি হোটেলে বিদেশি পর্যটকের সঙ্গে প্রতারণার ঘটনায় ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে আটক করা হয় অভিযুক্ত হোটেল কর্মীকে। লাইনের পানি পরিবেশন করে মিনারেল ওয়াটারের বিল ধরিয়ে জার্মান এক পর্যটককে হয়রানির অভিযোগ উঠলে এ পদক্ষেপ নেয়া হয়।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল মিশুতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই জার্মান পর্যটক হোটেল মিশুতে অবস্থান করছিলেন। খাবারের সঙ্গে তিনি বোতলজাত মিনারেল ওয়াটার অর্ডার করলেও, তার অজান্তে তাকে সরবরাহ করা হয় সাধারণ লাইনের পানি। কিন্তু বিল প্রদান করতে গিয়ে তিনি দেখতে পান পানির জন্য অতিরিক্ত অর্থ সংযুক্ত করা হয়েছে। বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানালে, তারা দ্রুত হোটেলে গিয়ে অভিযুক্ত কর্মীকে আটক করে।
পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে এমন অনৈতিক আচরণ আর কখনো ঘটবে না। কর্তৃপক্ষের অনুরোধ এবং প্রতিশ্রুতির ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কর্মীকে সতর্ক করে ছেড়ে দেয়।
এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন,
ট্যুরিস্ট পুলিশের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পর্যটক মহল আশা করছে, এ ঘটনার পর হোটেল-মোটেলগুলোর সতর্কতা ও সচেতনতা আরও বাড়বে। বিদেশি পর্যটকদের আস্থা ফেরাতে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানান সংশ্লিষ্টরা।