‘দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ হলে তখনও ডাক্তার হয়ে মানুষের পাশে থাকতে চাই’- ডা. পি.সি. পাল।
আমরা মানুষের মৃত্যুর পর তাঁর মহৎ কর্ম নিয়ে আলোচনা করতে ভালোবাসি। লোকান্তরিত হলেই স্বীকৃতি, স্মরণ ও সম্মাননা দিয়ে ভরিয়ে তুলি। অথচ সে মানুষটি এসবের কিছুই দেখে যেতে পারেন না। জীবদ্দশায় এমন বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা জানানোর দৃষ্টান্ত বিরল৷ বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ডা. পি. সি পালের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বাঁশখালীর গণমানুষের পরম স্বজন কিংবদন্তি চিকিৎসক ডা. পরেশ চন্দ্র পালের (পি.সি. পাল) নাগরিক সংবর্ধনা ২৬ জুলাই বিকাল ৩ টায় চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিকিৎসক ডা. এম. কে. সরকার। সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক এ ওয়াই এম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. পি.সি পালের জীবন ও কর্মের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী ও ১৬৮ পৃষ্ঠার স্মারকগ্রন্থ ‘সংশপ্তক’ এর মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ডা. পি. সি. পালকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও উত্তরীয় প্রদান করা হয়। এতে বাঁশখালীর বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সংবর্ধিতজনকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ মেজবাহুল হক, ধন্যবাদ ব্যক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবু ইউসুফ চৌধুরী।
বিশিষ্ট এনেসথেসিস্ট ও সংগঠনের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ ও অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল আহাদ, ইউএসটির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. ফররুখ আহমদ, বাংলাদেশ বিশ্বিবদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, স্ট্যান্ডার্ড বাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ সাখাওয়াত জামাল দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির ও মাওলানা জহিরুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. কফিল উদ্দিন, ইমপেরিয়াল হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনি, বিশিষ্ট রাজনীতিবিদ ইফতেখার মহসিন, বিশিষ্ট রাজনীতিবিদ জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বিশিষ্ট রাজনীতিবিদ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা পিপি এড. মো. আশরাফ হোসেন রাজ্জাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, সংবর্ধনা আয়োজক কমিটির অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন, ডা. হীরক পাল, নারী উদ্যোক্তা সুবর্ণ পাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মেরিন চিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী, আদর্শ নাগরিক ফোরামের সভাপতি ইউসুফ বাহার চৌধুরী, ব্যাংকার সাব্বির ওসমানী, সি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, সংবর্ধনা স্মরণিকার সম্পাদক বশির উদ্দিন আহমেদ কনক ও সহসম্পাদক নাফিজ মিনহাজ, এড. নাসির উদ্দিন, মোহাম্মদ আইয়ুব, আলমগীর মোহাম্মদ, তানভীরুল ইসলাম নাহিদ, এসএম গিয়াস উদ্দিন বাবর, ইমন সৈয়দ, আবু ওবাইদা আরাফাত, মোহাম্মদ শোয়াইব, রহিম সৈকত, এনামুল হকসহ বাঁশখালীর বিভিন্ন রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজসেবী ব্যক্তিবর্গ।