
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ আগস্ট নগরীর নিউমার্কেট চত্বরে গণজমায়েত ও বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে সফল করতে আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “জুলাই বিপ্লবকে পুঁজি করে যারা চাঁদাবাজিতে যুক্ত তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নেই। গণমানুষের আত্মত্যাগকে ভোটযুদ্ধে পরাজিত মহলের আর্থিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট পরবর্তী গণআকাঙ্ক্ষাকে পদদলিত করে একটি মহল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ছাত্র প্রতিনিধি রাখার নামে কিছু ব্যক্তিকে সরকারের অংশীদার করা হয়েছে যারা পরবর্তীতে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছে। এর ফলে জুলাই বিপ্লবের চেতনা আজ প্রশ্নবিদ্ধ।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হারুন জামান, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।
সভায় আরও জানানো হয়, বিজয় মিছিল সফল করতে আগামী ২ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে নাসিমন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে।