
পুনর্জাগরণ উৎসব ২০২৫’ উপলক্ষে গঠিত জাতীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে সারাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় একযোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ কার্যক্রমে অংশ নেয় নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

রাজধানীর ভাষানটেকে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল-এর তত্ত্বাবধানে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। একই সময়ে চট্টগ্রাম নৌ অঞ্চল এর আওতাধীন আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই এবং সেন্টমার্টিন দ্বীপে পরিচালিত মেডিকেল ক্যাম্পে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।
অন্যদিকে খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ভোলা জেলার তজুমুদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী ক্যাম্প পরিচালিত হয়। এসব ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও পর্যাপ্ত সেবা প্রদান করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রম নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণে অবিচল অঙ্গীকারের অংশ। এধরনের স্বাস্থ্যসেবা শুধু উৎসব কেন্দ্রিক নয়, বরং দুর্যোগকালীন সময় ও শান্তিপূর্ণ পরিস্থিতিতেও নৌবাহিনী বরাবরই অসহায় মানুষের পাশে থেকেছে।
এ উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী।