বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

মাইলস্টোন ট্রাজেডি স্মরণে ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংস্কৃতিক দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঢাকা উত্তরার দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই ২০২৫) বিকাল ৫টায় লালদিঘি পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে কোরআন তিলাওয়াত, সুরা ফাতেহা, এখলাস ও দরুদ পাঠ করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সম্পাদক কাজী মাওলানা জাহাঙ্গীর আলম হেলালী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং তারেক রহমান রাজনৈতিক দর্শন গবেষণা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর নূর, সাংস্কৃতিক দলের সভাপতি এডভোকেট আবুল হোসেন সিকদার, সাবেক সভাপতি ও মহানগর দায়রা জজ এপিপি এডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক নেতা আব্দুস শুক্কুর, শ্রমিক নেতা মমতাজ সরদার, মো. ইউসুফ, মো. আলমগীরসহ আরও অনেকে।

মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, বিমান দুর্ঘটনায় নিহত পাইলট, মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। আহতদের আরোগ্য ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতকরণে আল্লাহর রহমত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর