বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

সাতকানিয়া খাগরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মিজানুর রহমান রুবেল (চট্টগ্রাম) সাতকানিয়া
  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৪

খাগরিয়া সমিতি,চট্টগ্রাম কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

(২৭ জুলাই) রবিবার সকালে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

খাগরিয়া সমিতি,চট্টগ্রামের উদ্যোগে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা ২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

দেশের খ্যাতনামা উপস্থাপিকা দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় সমিতির আহ্বায়ক ডা জুনায়েদ মাহমুদ খানের সভাপতিত্বে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইন প্রদান করেন একুশে পদকপ্রাপ্ত দেশ সেরা মোটিভেশনাল স্পিকার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড.সুকান্ত ভট্টাচার্য।যার অনবদ্য বক্তৃতায় পুরো হলজুড়ে নিরবতায় মন্ত্রমুগ্ধের মতো কথা গুলো শুনছিলেন উপস্থিত শিক্ষার্থী,অভিভাবক,অতিথি সকলেই।

এতে স্বাগত বক্তব্য প্রদান করেন এড. মোঃ রিদুওয়ানুল হক।শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার।সমিতির কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ডাঃহারুনুর রশীদ চৌধুরী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম চৌধুরী (প্রধান শিক্ষক)নুরুল আমিন, মোঃইলিয়াছ, সিরাজুল ইসলাম,মোঃসাইফুল, শিক্ষার্থী ও গর্বিত অভিভাবকবৃন্দ।

এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এমন আয়োজনে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যেতে সহায়ক হবে।

শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দন পত্র বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর