মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

সীতাকুণ্ডে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ সিগারেট জব্দ, আটক ১

সীতাকুণ্ড প্রতিনিধি
  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৩

চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডে অভিযান চালিয়ে আনুমানিক ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের আফাজ টোবাকোর এক্সপ্রেস ব্রান্ডের লোগো সংবলিত ১৭ কার্টুন সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ৫০ বস্তা সিগারেটের খালি প্যাকেটও পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে টেরিটরী সেলস অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (৩১) কে আটক করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় একটি পাকা গুদামে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত মিজানুর রহমান মাগুরা জেলার মোহাম্মদপুর থানার চরসেলামতপুর এলাকার মোঃ আবুল হোসেনের পুত্র।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রাট মোঃ ফখরুল ইসলাম বলেন, অভিযানকালে এক্সপ্রেস ব্রান্ডের লোগো সংবলিত ১৭ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া সেখানে ৫০ বস্তা সিগারেটের খালি প্যাকেট পাওয়া যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে সিগারেটের প্যাকেটে লাগানো ব্যান্ড রোল নকল ও অবৈধ। গুদাম ঘরটি সিলগালা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ ও নকল সিগারেটের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও ফখরুল ইসলাম।

অভিযান চলাকালে চট্টগ্রাম ভ্যাট এন্ড কাস্টমস কমিশনার আঞ্চলিক কার্যালয় ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর