মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের দ্বিতীয় ধাপের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৫

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করেছে। গেজেটে শহীদ হিসেবে ১০ জন এবং আহত হিসেবে ১ হাজার ৭৫৭ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটটি প্রকাশিত হয়। এতে জানানো হয়, মন্ত্রণালয়ের নির্ধারিত কমিটির যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়।

গেজেটে আহতদের মধ্যে—

ক-শ্রেণিতে (অতি গুরুতর আহত) ১০৯ জন,
খ-শ্রেণিতে (গুরুতর আহত) ২১০ জন
এবং গ-শ্রেণিতে (মাঝারি আহত) ১,৪৩৮ জন অন্তর্ভুক্ত আছেন।

বিভাগভিত্তিক সংখ্যা:
ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনায় ১৬৬ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১১৬ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৯০ জন, রাজশাহীতে ২৩৬ জন এবং সিলেটে ৮৮ জন আহত যোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন।

এর আগে প্রথম ধাপে ১২,৮৭৭ জন শহীদ ও আহতের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল।

অর্থসহায়তা ও পুনর্বাসন পরিকল্পনা:
বিধিমালা অনুযায়ী, প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। অবশিষ্ট ৭২টি পরিবারের ক্ষেত্রে আইনি জটিলতা নিরসনের পর অনুদান দেওয়া হবে।

এছাড়াও, শহীদ পরিবারের সদস্য ও আহতদের জন্য কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ, মাসিক ভাতা (২০ হাজার টাকা) এবং এমআইএস তথ্যভাণ্ডার তৈরির কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর