বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

দেশীয় ক্রিকেটে বৈশ্বিক ছোঁয়া: এনসিএলে বিদেশি খেলোয়াড়ের ভাবনা

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৭

দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রতিযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য নতুন উদ্যোগ হিসেবে প্রতিটি দলে একজন করে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বোর্ড। বিষয়টি ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির এক শীর্ষ কর্মকর্তা।

আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এনসিএল। জানা গেছে, এর আগেও এনসিএলে বিদেশি ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন এবং সেটি দেশীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, এনসিএলে যেন প্রতি দলে একজন বিদেশি খেলোয়াড় খেলতে পারে, সেজন্য আমরা বোর্ডের অনুমোদন নেওয়ার পরিকল্পনায় আছি। আগে এটা হতো, কিন্তু এখন অনেক দিন ধরে হচ্ছে না।

তিনি আরও বলেন, এখন এনসিএলে ঘাসের উইকেটেও খেলা হয়। সেক্ষেত্রে যদি কোনো বিদেশি পেসার থাকে, সেটা দেশীয় ব্যাটারদের জন্য উপকারী হবে। তারা লম্বা সময় ধরে ভালো মানের বোলারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

তবে বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ হলো—উক্ত সময়কালে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার পাওয়া। কারণ একই সময়ে ভারত ও পাকিস্তানে যথাক্রমে রঞ্জি ট্রফি ও কায়েদ-ই-আজম ট্রফি অনুষ্ঠিত হয়। ফলে ঐসব দেশের শীর্ষ ক্রিকেটারদের পাওয়া কঠিন হবে। বিসিবির সেই কর্তা বলেন, আমাদের হয়তো অন্য দেশের দিকেও তাকাতে হতে পারে।

এদিকে বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে। এরপর ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে ৫০ ওভারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

অপরদিকে, বিপিএলের পরে, অর্থাৎ ফেব্রুয়ারিতে শুরু হবে চার দিনের বিসিএল। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের বিসিএলে একটি বিদেশি দল অংশ নিতে পারে। সম্ভাব্য দল হিসেবে আফগানিস্তানের ‘এ’ দল অথবা হাই পারফরম্যান্স দলকে আনার বিষয়টি প্রায় চূড়ান্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর