
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বাঁশখালীতে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন। বিকেলে তিনি বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জয়িতা কর্ণার ও ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন।
যদিও অনুষ্ঠানটি দুপুর ১টায় নির্ধারিত ছিল, তবে অন্যান্য কর্মসূচির ব্যস্ততায় তিনি বিকেল ৫টায় বিদ্যালয়ে পৌঁছান। দীর্ঘ সময় অপেক্ষার পর জেলা প্রশাসককে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ফিরে আসে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।
প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয় দলীয় সংগীত ও জনপ্রিয় লোকগান “বাঁশখালী মহেশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান” পরিবেশনের মাধ্যমে। উদ্বোধন শেষে আলোচনায় অংশ নিয়ে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিমত শোনেন ও নানা প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠান শেষে ফরিদা খানম শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।