
“সচেতনতাই প্রতিরোধ”—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন স্থান, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় শুরু হওয়া এই প্রচার অভিযানে পৌর এলাকার ড্রেন ও ময়লা আবর্জনা পরিষ্কার ও পরিছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশক নিধন স্প্রে ছিটানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ফখরুল ইসলাম জানান, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। এজন্য পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন চলমান রয়েছে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নুরুন নবীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।