
রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক এবং প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গুলশানের একটি বাড়িতে চাঁদা আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আর্থিক দলিল জব্দ করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় একটি নতুন মামলার প্রস্তুতি চলছে।
এর আগে ২৬ জুলাই গুলশান-২ এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করতে গিয়ে ধরা পড়েন রিয়াদসহ পাঁচজন। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামিরা হলেন— কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও অপ্রাপ্তবয়স্ক আমিনুল ইসলাম।
আদালতে উপস্থাপনের পর চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয় এবং অপ্রাপ্তবয়স্ক আমিনুলকে পাঠানো হয় কিশোর সংশোধনাগারে।
এদিকে, ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে অভিযুক্ত ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।