
সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিলনমেলার সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব, আহ্বায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম ও শেফায়েত উল্লাহ চক্ষু।
ঐক্যের আহ্বান জানিয়ে জামাল হোসেন বলেন,
“১৭ বছর ধরে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা-হয়রানির শিকার হয়েছে। তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হয়নি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বিএনপি ১৮ কোটি মানুষের দল, এখানে কোনো গ্রুপিং নেই। সাতকানিয়া-লোহাগাড়ায় যেই প্রার্থী হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও জানান, আগামী ৫ আগস্ট বিকাল ৩টায় সাতকানিয়া উপজেলা চত্বর থেকে একটি সম্মিলিত মিছিল অনুষ্ঠিত হবে, যেখানে সকল গ্রুপের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন,সাতকানিয়া-লোহাগাড়া বিএনপির শক্ত ঘাঁটি হলেও দলে বিভক্তির কারণে কাঙ্ক্ষিত ফল আসছে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম-১৫ আসনে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
অন্যান্য বক্তারা ছিলেন: নুরুল কবির, এহসান মৌলা, এসএম জাহেদ, মোহাম্মদ শাহজাহান, ইকবাল হোসেন রুবেল, নবাব মিয়া, আবু তাহের বিএসসি, নাজিম উদ্দিন, আবুল কাশেম, আহমদুল হক সিকদার, হাজী আব্দুস সামাদ, মোহাম্মদ রফিক, এইচ এম রফিক, হারুনুর রশিদ, মিজানুর রহমান টিপু, আকবর হোসেন, আনোয়ার হোসেন, তসলিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউনুছ, আবু ছালেহ, রবিউল হোসেন পারভেজ, মোসলেম উদ্দিন প্রমুখ।