
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ৭১১/৭১২ নম্বর উপবন এক্সপ্রেস-এর চলাচলের দিন ও সাপ্তাহিক বন্ধের দিন পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বনির্ধারিত বুধবার এর পরিবর্তে এখন থেকে ট্রেনটি চলবে প্রতিদিন বৃহস্পতিবার এবং বন্ধ থাকবে বৃহস্পতিবার দিন।
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, নতুন সময়সূচি ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।
অফিস আদেশে বলা হয়, ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ৭১১ নম্বর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। একইভাবে ৭১২ নম্বর ট্রেনের যাত্রার দিন বুধবার থেকে পরিবর্তন করে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্ত বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) দপ্তর থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে গৃহীত হয়েছে।
এ বিষয়ে ঢাকা ও চট্টগ্রামের সংশ্লিষ্ট অপারেশনাল বিভাগ, টিকিট কাউন্টার, তথ্য ও প্রচার বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।