
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পুরাতন কলেজ গেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যাত্রীবাহী ঈগল পরিবহন বাসকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন ও ডিপ্লোমেসি চাকমা যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, ফিটনেস সনদ এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ঈগল পরিবহন বাসকে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, “সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন মেনে চলার প্রতি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”