মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সঙ্কটে ফেলতে পারে: তারেক রহমান

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৪

সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে চরম সঙ্কটে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি পুনরায় রাষ্ট্রীয় রাজনীতিতে মাথাচাড়া দিতে চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

৩০ জুলাই (বুধবার) বিকেলে ঢাকার আশুলিয়ায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। “জুলাই গণঅভ্যুত্থান” এর সময় পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতাকর্মীদের স্মরণে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

তারেক রহমান বলেন, “আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—শত শহীদের রক্তের বিনিময়ে পরাজিত, পতিত, পলাতক, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁৎ পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সঙ্কটে ফেলে দিতে পারে।”

তিনি আরও বলেন,“দেশে যদি আবার ফ্যাসিবাদ, উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দিয়ে ওঠে, তবে সেটির দায় কেবল সরকারের নয়, জাতিরও বহন করতে হবে। তাই এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা জরুরি।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশি অভিযানে নিহত বিএনপি কর্মীদের লাশ পোড়ানোর অভিযোগে তীব্র সমালোচনা শুরু হয়। আশুলিয়া থানার পাশেই ভ্যানে করে লাশ পোড়ানোর সেই ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সরকারের “দমননীতি”, “গণহত্যা” ও “ষড়যন্ত্রমূলক রাজনীতির” বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর