
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটে ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১,৪৭০ জন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল ৩১ জন। ৯টি পদে মোট ১২ জন নির্বাচিত হন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টায় ভোট গণনা শেষ হয় এবং রাত ১০টা ৪০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিজয়ীদের তালিকা:
সভাপতি: মাষ্টার জয়নাল আবেদীন – ৭২১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি: ফরিদুল আলম – ৬৫১ ভোট।
সহ-সভাপতি: মো. মহিউদ্দিন – ৬৮২ ভোট।
সাধারণ সম্পাদক: মোরশেদ আলম – ৭৪৩ ভোট।
অর্থ সম্পাদক: আব্দুল হামিদ – ৫৭২ ভোট।
সাংগঠনিক সম্পাদক: আব্দুল গফুর – ৫৬২ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. শাহেদ – ৭৬২ ভোট।
ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক: নজরুল ইসলাম – ৬৮০ ভোট।
পরিচালক (৪ জন):
মো. রুবেল – ৭৩৯ ভোট।
আবদুল্লাহ আল নোমান – ৬৪৭ ভোট।
ওমর ফারুক – ৫৭৭ ভোট।
খোরশেদ আলম – ৫৯৪ ভোট।
ভোটার ও সাধারণ ব্যবসায়ীরা নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটির প্রতি কেরানীহাটের সার্বিক উন্নয়নের প্রত্যাশা জানান।
কেরানীহাটের ব্যবসায়ী দেলোয়ার হোসেন সাঈদী বলেন, “আমাদের দাবি—কেরানীহাটকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন বাজারে রূপান্তর করা হোক।”
প্রশাসনিক তদারকি:
নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ছিলেন সাতকানিয়া উপজেলার নবাগত ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম। ভোটগ্রহণে পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি বিরাজ করছে।