
জুলাই অভ্যুত্থান স্বরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে আগামীকাল (শনিবার, ২ আগস্ট) থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী “ক্যামেরায় জুলাই বিপ্লব”। এটি প্রেস ক্লাবের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এই আলোকচিত্র প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের খ্যাতনামা ফটো সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। প্রদর্শনীর ছবিগুলোতে বিশেষভাবে উঠে এসেছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর চালানো নির্যাতন, নিপীড়ন ও সহিংস ঘটনার বাস্তবচিত্র।
প্রদর্শনী চলবে টানা তিনদিন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আয়োজকরা জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দলিলরূপে এই আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করে তুলবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক, সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।