
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার (২৬ জুলাই) ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে।
প্রতিযোগিতার মূল বিষয় ছিল: “রাজস্ব আয় বৃদ্ধি ও কর ব্যবস্থাপনায় সংস্কার”—এ নিয়ে ছায়া সংসদ বিতর্ক। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পক্ষ থেকে অংশগ্রহণ করে ইয়াসিন সাকিবের নেতৃত্বে একটি দল, যাদের অন্যান্য সদস্য ছিলেন জামিল শাহরিয়ার, এস এম এম আবরার, সালমান হোসাইন এবং মিফতাহুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিতর্কচর্চা তরুণদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিশ্লেষণ এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তিভিত্তিক সমাজ গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করল এবং টানা সফলতা ধরে রাখল। তাদের এই অর্জনে মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইস্যুতে সচেতন হতে উৎসাহিত করে। তারা ভবিষ্যতেও জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।