বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: “ঐতিহাসিক অর্জন” বললেন ড. ইউনূস

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সদ্যস্বাক্ষরিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে “একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।”

প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্কহার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এ বিষয়ে আলোচক দলের কৌশলগত দক্ষতা ও বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাদের নিষ্ঠার প্রশংসা করেন তিনি।

প্রফেসর ইউনূস বলেন, “ফেব্রুয়ারি মাস থেকে আমাদের আলোচকরা নিরলসভাবে কাজ করে গেছেন। তারা শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট জটিল ইস্যুগুলোর মধ্য দিয়ে সফলভাবে আলোচনার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।”

তিনি বলেন, “এই চুক্তি আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের পথ প্রশস্ত করেছে এবং একইসঙ্গে আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে।”

প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, “এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে দৃঢ়তর করে না, বরং এটি দ্রুত প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বল। আজকের এই সাফল্য জাতির দৃঢ়তা ও সাহসী অর্থনৈতিক ভিশনের স্পষ্ট প্রতিফলন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর