মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২৭

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে আইএসপিআরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, ১৭ জুলাই ওই কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত আদালত গঠন করা হয় এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ী সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুসারে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।” এছাড়া, কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়েও আরেকটি পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাপরায়ণ ও সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। কোনো সদস্য রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত হলে, সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেনাবাহিনী সবসময় সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ—বিজ্ঞপ্তিতে এমনটি উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর