মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারে সিএনজি অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪, রামুর দুর্ঘটনায় মৃত্যু, পরিচয় নিশ্চিত নয়

জাহাঙ্গীর আলম
  • শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৬

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামুর একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগামী একটি ট্রেন ক্রসিং পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালান।

ওসি তৈয়বুর রহমান বলেন, “দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী বা সংকেত ব্যবস্থা সচল না থাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ে। তবে কর্তৃপক্ষ বলছে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর