
রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট (শনিবার) ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব জাগের আহমদ মেম্বার এবং প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. আমির আলী, ছাত্রদল নেতা মো. আবদুল কাদের, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ শহীদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাঁর পদ স্থগিতাদেশ গণতন্ত্রের উপর আঘাত। এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে।”
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন এবং ‘স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার’ ঘোষণা দেন।