মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

চট্টগ্রামে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, চেইনম্যানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০০

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার বরখাস্ত চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হলো।

মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

নজরুল ইসলামের পাশাপাশি অভিযুক্ত অন্যরা হলেন—জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক অফিস সহকারী তছলিম উদ্দিন, এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়া।

দুদক সূত্র জানায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের চিটাগাং শপিং কমপ্লেক্সে স্ত্রীর মালিকানাধীন দোকান থেকে নজরুল ইসলামকে হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া যায় প্রায় ৯১ লাখ টাকার বিভিন্ন চেক ও প্রায় সাড়ে ৮ লাখ টাকা নগদ।

ঘটনার প্রেক্ষিতে দুদক একটি মামলা দায়ের করে এবং তদন্ত শেষে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলায় নজরুল ইসলাম ও তছলিম উদ্দিন জামিনে রয়েছেন। তবে ইব্রাহিম মিয়া এখনো পলাতক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, “ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ধার্য তারিখে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।”

এ মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর