মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

সাতকানিয়ায় আবেগঘন বিদায়: পুলিশ সহকর্মীদের মুখে প্রশংসায় স্টেনো আরমান

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৫

সাতকানিয়ায় আবেগ জড়িত বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল এর স্টেনো মো: আরমান উদ্দিন (সার্কেলের ব্যক্তিগত সহকারি) বদলি জনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

প্রায় দীর্ঘ ছয় বছর যাবত, তিনি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের স্টেনো হিসেবে কর্মরত ছিলেন।
গত ৩০ জুলাই চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) স্টেনো হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে, সাতকানিয়া সার্কেলে তার চাকরি কাল সমাপ্ত হয়।

বিদায়ী অতিথিকে বিদায়ী সংবর্ধনা দিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম।

অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আরমান উদ্দিনের সাথে তার কর্মকালীন স্মৃতিচারণ করতে গিয়ে, অনেকটা আবেগের স্বরে বলেন আমি একজন যোগ্য, দায়িত্ববান, সহকর্মীকে হারালাম “, আরমানের মত বিচক্ষণ এবং দক্ষতা সম্পন্ন স্টেনো আসলেই সংকট। আরমানের শূন্যতা পূরণ হবার মত নয় ।

অপরদিকে অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, আরমান আসলে কাজ প্রিয় মানুষ, তিনি সাতকানিয়া থানায় ওসি হিসেবে যোগদানের পর হতে বিভিন্নভাবে আরমান উদ্দিন, তাকে সাহায্য সহযোগিতা/পরামর্শ মধ্য দিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত , এসআই ইদ্রিস, এএসআই আব্দুর রহিম, সার্কেল অফিসের কনস্টেবল ফারুক বক্তব্য রাখেন। তারা সকলে বিগত পাঁচ বছরে সাতকানিয়া লোহাগাড়া থানার অফিসার ফোর্স এর সাথে আরমান উদ্দিনের বন্ধুসুলভ আচরণের ভূয়সী প্রশংসা করেন। নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান।

অপরদিকে বিদায় মোঃ আরমান উদ্দিন, সর্বপ্রথম দেশের প্রয়োজনে শাহাদাতবরণ কারি পুলিশদের স্মরণ করেন। এক পর্যায়ে বলেন ” পুলিশের পোশাক যদি, সবুজ কিংবা নেভি ব্লু না হয়ে সাদা হত, তাহলে পুলিশ রাষ্ট্র সেবায় কি পরিমান রক্ত বিলিয়ে দেয়, তা আমরা আরো উপলব্ধি করতে পারতাম।

তিনি জানান, কর্মরত থাকাকালীন সাতকানিয়া লোহাগাড়া থানার অফিসার ফোর্সদের সাথে বন্ধু সুলভ আচরণের মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালনের সর্বাত্মক সহযোগিতা করে গেছেন। দক্ষিণ চট্টগ্রামের সন্তান হওয়ায় সাধারণ মানুষদের সাথে পরিবারের সদস্য সূলভ আচরণ করেছেন। পরিশেষে তিনি নতুন কর্মস্থল, ” পুলিশ সুপারের কার্যালয় চট্টগ্রামে নিষ্টাও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর