মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে কর ও রিয়েল এস্টেট খাত নিয়ে রিহ্যাব-কর অঞ্চল যৌথ ওয়ার্কশপ

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১৮

চট্টগ্রামে আয়োজিত হলো ‘উৎসে কর কর্তন ওয়ার্কশপ- ২৫’। রোববার (৩ আগস্ট ) সকাল ১১টায় চট্টগ্রাম ক্লাবে কর অঞ্চল-৬ এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।

কর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,“রিহ্যাব সদস্যদের আয়কর বিষয়ক অডিট, শুনানি ও নোটিশ প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়মতো অবহিত করার উদ্যোগ নিতে হবে। অস্বাভাবিক কর নির্ধারণ এবং একতরফা সিদ্ধান্তের কারণে অনেক প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও সম্মানহানির মুখে পড়ে।”

তিনি আরও বলেন, “ব্যাংক এটাচমেন্টের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে রিহ্যাবকে অবহিত করলে আমরা সমাধানের উদ্যোগ নিতে পারি। আয়কর বিভাগ যেন রিয়েল এস্টেট খাতের বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, সে আহ্বান জানাই।”বাসস্থান মৌলিক অধিকার হওয়ায় রিয়েল এস্টেট খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকারের অন্যান্য খাতের মতো ট্যাক্স ইনসেনটিভ দেওয়ার দাবিও জানান তিনি।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “রিয়েল এস্টেট খাত দেশের অন্যতম বড় শিল্প, এর সঙ্গে ৩৫০টিরও বেশি লিংকেজ শিল্প জড়িত এবং ৪০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এই খাতে ধ্বস নামলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।”
তিনি কর প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে।”

সভায় কর কমিশনার ফরিদ আহমেদ রিহ্যাবের প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং বলেন, “বিদ্যমান জটিলতা, বৈষম্য এবং অসামঞ্জস্যতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রিহ্যাবের মতো সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করা হবে।”

ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মোসাম্মৎ মাকসুদা ইসলাম, মহিদুল ইসলাম, উপ কর কমিশনার ও সহকারী কর কমিশনারবৃন্দ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ এবং রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা।

রিহ্যাবের পক্ষে ভ্যাট ও ট্যাক্স বিষয়ক পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন মো. এরাদাত উল্যাহ এফসিএ। শুভেচ্ছা বক্তব্য দেন রিহ্যাব পরিচালক ও কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান।

এই ওয়ার্কশপে রিয়েল এস্টেট খাতে কর নীতিমালা আরও বাস্তবভিত্তিক, সহযোগিতাপূর্ণ ও সহজীকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সুপারিশ উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর