
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “দেশের মানুষের ভাগ্য বদলের জন্য শিক্ষার্থীদের দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “শিক্ষা শুধু পরীক্ষার ফলাফল নয়, এটি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ শেখায়। আজকের শিক্ষা আগামী দিনে নেতৃত্বদানের সাহস ও নৈতিকতাও তৈরি করে।”
রোববার (৩ আগস্ট) সকালে নগরীর নাসিরাবাদে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, “আজকের রেজাল্ট শুধু একটি সংখ্যা নয়; এটি তোমাদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতি। এই সাফল্য যেন জীবনে আরও বড় লক্ষ্য নির্ধারণে অনুপ্রেরণা দেয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল আলম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুলতানা ইয়াসমীন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি বিলকিস আক্তার ও অভিভাবক প্রতিনিধি রাশেদ কালাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক স্বেতা চৌধুরী ও ফারহানা আক্তার।
এতে উপস্থিত ছিলেন জেএমটি ফার্নিচার, রিজনশিপ শিপিং-এর প্রতিনিধি, নাসির কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মেয়র কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।