বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

টেরীবাজারে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৮

চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্রদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ-এর উপদেষ্টা সম্পাদক জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক ও সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, ফরিদুল ইসলাম, গোলাম নবী, মহিউদ্দিন, এস.এস.এস বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, ইমরানুল হক সাইয়েদ, বাকের উল্যাহ, হারুনুর রশিদ, ইব্রাহিম পারভেজ, দিদারুল আলম, হাফেজ তাজুল ইসলাম, নাছির উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মোঃ জাবেদ, আবু ছালেক প্রমুখ।

বক্তারা বলেন,“শিক্ষা জাতির মেরুদণ্ড। এই প্রজন্মই আগামী দিনে নেতৃত্ব দেবে। ব্যবসায়ী সমাজ শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজ উন্নয়নেও বড় ভূমিকা রাখতে পারে। আজকের সংবর্ধনা তার প্রমাণ।”

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

টেরীবাজার ব্যবসায়ী সমিতি ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর