
বার্তা টুডে সহ বিভিন্ন গণমাধ্যমে সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ যানবাহন চলাচল এবং যানজট পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই প্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় কেরানীহাট ট্রাফিক পুলিশের উদ্যোগে লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন মোটরযানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে কয়েক ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে কেরানীহাট স্টেশন ও বান্দরবান সড়ক এলাকায় ট্রাফিক বিভাগ ও সাতকানিয়া থানা পুলিশের যৌথ দল অংশ নেয়। অভিযানের সময় ট্রাফিক পুলিশ মোটরসাইকেলের হেলমেট ব্যবহার ও কাগজপত্র যাচাই করে। বৈধ কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল আটক করা হয়।
ট্রাফিক ইনচার্জ নুরে আলম জানান, “কেরানীহাট এলাকার যানজট এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত কয়েকদিনে অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কেরানীহাটের যানজট এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।