
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়ির উঠানে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ রাফি (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাফি সাহেব বানু বাড়ির মনু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং নানার বাড়ি হাজির পাড়ায় অবস্থান করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বিদ্যুতের তারে আগুন ধরে গেলে এলাকাবাসীর চিৎকারে অনেকেই ঘর থেকে বের হয়ে আসে। এ সময় রাফিও ঘর থেকে বের হলে হঠাৎ ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তার তার গায়ে পড়ে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে কাছাকাছি চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বলেন, “রাফি তার নানার বাড়িতে থাকত। বিদ্যুতের তারে আগুন ধরে গেলে আতঙ্কে লোকজন বেরিয়ে আসে। সে সময়ই শিশুটি এই দুর্ঘটনার শিকার হয়।”
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোরশেদুল আলম বলেন,
“আনোয়ারা উপজেলায় আমাদের কোনো আলাদা ইমার্জেন্সি হটলাইন নেই। তবে কেন্দ্রীয় অফিসে একটি হটলাইন রয়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় অবস্থিত অভিযোগ কেন্দ্রগুলোর মাধ্যমে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়।”
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ ব্যবস্থাপনার ত্রুটি ও জরুরি সেবার ঘাটতির কারণে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।