
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত জনপ্রিয় দুটি রেস্টুরেন্ট—‘ফুড মিউজিয়াম’ ও ‘দিঘীর পাড় রেস্টুরেন্টে’—নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টগুলোর রান্নাঘর ছিল অপরিচ্ছন্ন ও unhygienic। ফ্রিজে সংরক্ষিত ছিল বাসি ও অস্বাস্থ্যকর খাবার। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উভয় রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বাসি খাবার গ্রহণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, “অনেক খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ডিম, মাংস ও দুগ্ধজাত পণ্যে এসব ঝুঁকি আরও বেশি।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”