মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি
  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৫

জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর শহরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মিছিলের অগ্রভাগে ছিলেন চট্টগ্রাম-৪ আসনে জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিবাদন জানান।

পৌর শহরের দক্ষিণ বাইপাস হাসান গোমস্তা মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। স্থানীয় জামায়াত নেতারা দাবী করেন, এতে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন।

অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

সমাবেশে অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই-আগস্টে আমাদের ভাইয়েরা জীবন উৎসর্গ করেছেন। বুকের পাঁজরে গুলি করে তাদের বুক ঝাঁঝরা করে দেয়া হয়েছিল। ফ্যাসিস্ট সরকার হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছিল। যারা জাতির ওপর ১৬ বছর জুলুম নির্যাতন করেছিল। এতেই অবৈধ সরকার ক্ষান্ত হননি একের পর এক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিয়ে মেরেছিল। ১৬ বছর আমরা যা করতে পারিনি, আমাদের সংগ্রামী ভাইয়েরা, সন্তানেরা, যুবকরা, শ্রমিকেরা, সাংবাদিকরা, শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে জীবন দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।

আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ‘জুলাই আন্দোলনের মূল দাবী ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন। তবে তা আজও বাস্তবায়ন হয়নি।’ তিনি আরও বলেন, ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র সম্ভব নয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিদায়ের পর দেশে এখনো ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি ও বৈষম্য চলমান।

সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দিন আজাদ, ছাত্রশিবিরের সীতাকুণ্ড শহর সাথী শাখা সভাপতি আশরাফ উদ্দিন, ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এডভোকেট আশরাফুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, পৌর আমীর হাফেজ আলী আকবরসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর