বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামে পানিপ্রবাহ পরিস্থিতি পরিদর্শন করলেন মেয়র শাহাদাত

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৭

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বুধবার (৬ আগস্ট) সকালে নগরীর বিভিন্ন এলাকায় পানিপ্রবাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। ভারী বৃষ্টির পর জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি কাপাসগোলা, চকবাজার, কাতালগঞ্জ, মুন্সিপুকুর পাড়, বাদুরতলা ও টুপি ওয়ালা পাড়া এলাকায় যান এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে কাতালগঞ্জ-বৌদ্ধ মন্দির এলাকায় জলাবদ্ধতার মূল কারণ হিসেবে হিজড়া খাল এবং এর সঙ্গে সংযুক্ত বড় নালায় পানি প্রবাহের বিঘ্নকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে মেয়র চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কে দ্রুত হিজড়া খাল সংস্কারে উদ্যোগ নিতে বলেন এবং চসিক পরিচ্ছন্ন বিভাগকে বড় নালাটির মাটি দ্রুত অপসারণের নির্দেশ দেন।

মেয়র বলেন, “জলাবদ্ধতা নিরসনে শুধু চসিক নয়, ওয়াসা, সিডিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “চসিক জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, পাম্প দিয়ে পানি নিষ্কাশন ও ধসে পড়া ড্রেন মেরামত করছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি ও চলমান মেগা প্রকল্প দ্রুত শেষ করতে হবে।”

জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “সরকারের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। খাল ও ড্রেনে আবর্জনা না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে, নইলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়।”

পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী সচিব জিল্লুর রহমান, বিএনপি নেতা কামরুল ইসলাম, চসিক কর্মকর্তাসহ স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ। এ সময় স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর