
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি সফল করতে চট্টগ্রাম বিভাগীয় রেল শ্রমিকদল আয়োজিত একটি বিশাল বিজয় র্যালি চট্টগ্রাম নগরীতে উত্তাপ ছড়িয়েছে।
রেল শ্রমিকদলের এই র্যালিটি এড. এম আর মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বরের অভিমুখে অগ্রসর হয়।
র্যালিতে চট্টগ্রাম বিভাগীয় রেল শ্রমিকদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের নগরীতে পরিণত হয় চট্টগ্রাম, আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আকাশ-বাতাস।
এই বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় রেল শ্রমিকদলের সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মারুফ হোসেন এবং সামসুল আলম।
এছাড়াও বিভাগীয় সমন্বয়ক মফিজুর রহমান,জিয়াউর রহমান, এস কে মুজিব, বিভাগীয় কমিটির সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই বিজয় র্যালির মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।