
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার আজ (৫ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে “গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও শুভেচ্ছা” অনুষ্ঠান।
এই আয়োজন করে দৈনিক বাংলাদেশের খবর ও দ্য ফিন্যান্সিয়াল পোস্ট-এর চট্টগ্রাম ব্যুরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারা শুধু পরিবারের গর্ব নয়, দেশ গঠনের ভবিষ্যৎ কারিগর। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং দেশপ্রেম জাগিয়ে তোলে।”

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর মন্তব্য করেন। বলেন, “গত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন চলছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের মাধ্যমে দেশকে দুর্বল করে ফেলা হয়েছে। এসব আর সহ্য করা হবে না। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
এসময় মেয়র তথাকথিত কিছু অনলাইন মিডিয়ার অপসাংবাদিকতা নিয়েও কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, “‘চট্টগ্রাম প্রতিদিন’ নামের একটি ভূইফোঁড় অনলাইন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা তৈরি করছে। এই অপসাংবাদিকতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ-এর আরবিক সম্পাদক জাহিদুল করিম কচি।
তিনি বলেন, “আজকের দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে— কারণ জাতি দ্বিতীয়বারের মতো গণজাগরণে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটি আমাদের রাজনৈতিক এবং নৈতিক বিজয়।”
তিনি ভুয়া সাংবাদিকদের কঠোর সমালোচনা করে বলেন, “কিছু অনৈতিক ব্যক্তি সাংবাদিকতার মুখোশ পরে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলছে, যা পুরো সাংবাদিকতা পেশার জন্য লজ্জাজনক। প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, “যে জাতি গুণীজনদের সম্মান করতে জানে, সে জাতিই সামনের দিকে এগিয়ে যায়।”
দ্য ফিন্যান্সিয়াল পোস্ট-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা শুধু সনদ নয়, স্বপ্ন নিয়েও ঘর থেকে বের হোক। আর এই আয়োজন তাদের সেই স্বপ্নের পথে চলতে অনুপ্রেরণা দেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের খবর ও দ্য ফিন্যান্সিয়াল পোস্ট-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান আ ন ম সানাউল্লাহ।
তিনি বলেন, “এই অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজে গুণী ও কৃতী মানুষদের মূল্যায়নের একটি বলিষ্ঠ প্রয়াস। আমরা চাই এই আয়োজন প্রতিবছর নিয়মিত হোক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের বিজনেস বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো চিফ এবং রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “যেখানে গুণীজন ও মেধাবীদের যথাযথ মূল্যায়ন হয়, সেখানেই জাতির অগ্রগতি সম্ভব। আজকের কৃতি শিক্ষার্থীরা শুধু ভালো ফল করছে না—তারা আগামী দিনের নেতৃত্ব তৈরির সম্ভাবনাও তৈরি করছে।
সাংবাদিক সমাজকেও নতুন প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে দায়িত্ব নিতে হবে। শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজকে গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে সাংবাদিকদেরও সৎ সাহস ও দায়িত্ববোধ থাকতে হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এছাড়া সাংবাদিকতা, শিক্ষা, সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি অঙ্গীকার—”যারা গুণীজনকে সম্মান করে, তারা ভবিষ্যতের পথ দেখায়।” এমন উদ্যোগ শিক্ষার্থী ও সমাজকে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে আরও উৎসাহিত করবে।