
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পশ্চিমের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর হালিশহর বড়পুল এলাকায় ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ তুষার (৩০) সহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ৪টি টিপ ছোরা এবং ১৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন: ১. মোহাম্মদ আরিফ (২৭) ২. মোঃ রিপন প্রকাশ হৃদয় (২৮) ৩. মোঃ নজরুল আহাম্মদ সাগর (২৫) ৪. মোঃ আরিফ (২৩) ৫. আবুদুর রহমান রানা (২৮) ৬. মোঃ দেলোয়ার মিয়া (৩২) ৭. মোঃ বাবু (২৫) ৮. মোঃ রনি (৩০) ৯. মোঃ ওমর ফারুক (২২) ১০. মোঃ নাজিম (২৬) ১১. মোঃ জসীম উদ্দিন (২৪)
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রীবাহী বাসে জটলা সৃষ্টি করে যাত্রীদের মোবাইল ফোন কৌশলে চুরি করে এবং কোনো পথচারীকে টার্গেট করে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাই করে থাকে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা এসব অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বহু পুরনো ও চলমান একাধিক মামলা রয়েছে।
মূল হোতা মোঃ তুষারের বিরুদ্ধে মোট ১০টি মামলা রুজু রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্র আইনে মামলা, ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির অভিযোগ। একইভাবে মোহাম্মদ আরিফ, মোঃ রিপন, নজরুল আহাম্মদ সাগর, মোঃ আরিফ, আবুদুর রহমান রানা, বাবু, ওমর ফারুক, এবং জসিম উদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের এই অভিযান নগরবাসীর নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।