বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়ে গেছে

কফিল উদ্দিন কক্সবাজার
  • শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৪

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার (৮ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টিম টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবা ও কাঠের বোট পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর