মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: আবুল হাসেম বক্কর

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৩

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে। সমাজের মধ্যে বিদ্যমান মাদক ও কিশোর গ্যাংয়ের মতো ব্যাধি রোধে সামাজিক সংগঠনগুলো বড় ভূমিকা রাখতে পারে।”

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বাটালী রোড যুব পরিষদের আত্মপ্রকাশ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার তরুণরা। তাদের নেতৃত্বেই হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার জন্য তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

বাটালী রোড যুব পরিষদের সভাপতি মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, বিশিষ্ট সমাজকর্মী সাইফুদ্দিন আহমেদ খান, ইকবাল চৌধুরী এবং নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা।

সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, “তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কিশোর গ্যাংয়ের সদস্য নয়, তরুণরা যেন সমাজ গঠনে ভূমিকা রেখে বাবা-মায়ের গর্ব হয়ে উঠতে পারে, সেটাই লক্ষ্য হওয়া উচিত।”

আলী আব্বাস খান বলেন, “গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় দেশের মানুষের স্বপ্নের সঙ্গে সংগঠনের কাজের সামঞ্জস্য রাখতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আলী মর্তুজা বলেন, “এনায়েতবাজার একসময় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও শান্তিপূর্ণ এলাকা ছিল। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে তা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মাবুদ মিন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফয়সাল।

এ সময় ৫৪ সদস্য বিশিষ্ট বাটালী রোড যুব পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরিচিতি সভা শেষে বেলুন উড়িয়ে অভিষেক উদযাপন করা হয় এবং সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর