বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১০২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. হাসান (৪২) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান উপজেলার চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। এলাকায় তার একটি পানের বরজ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল মাবুদ জানান, “হাসান কানে কম শুনতেন। সম্ভবত কাজ শেষে বাসায় ফেরার সময় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের শব্দ শুনতে না পারায় তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি খুবই দুঃখজনক।”

ঘটনার পর স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর