মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাবের মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৪

গাজীপুরে প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মম করে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন করেছে বাঁশখালী প্রেসক্লাব।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫’টায় বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে বাঁশখালী প্রেসক্লাব ও স্থানীয় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন– দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ও প্রেসক্লাবের আহ্বায়ক অনুপম কুমার অভি, দৈনিক আজাদী ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শিব্বির আহমদ রানা, সি-প্লাস টিভি প্রতিনিধি জসীম উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ছৈয়দুল আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মুহাম্মদ তাফহীমুল ইসলাম, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ’গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার দোষ ছিল সে নিউজ করেছিল। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। এখনই সময় সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এ দেশে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ এখন তাদেরই হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি এদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর