
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। এটি গণতন্ত্রের উত্তরণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চিহ্ন। ধানের শীষে ভোট দিয়ে কখনোই এদেশের মানুষ প্রতারিত হয়নি। বিএনপি সব সময় সাধারণ মানুষের ভোটের মর্যাদা রক্ষা করেছে এবং প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়ে সংগ্রামও করেছে। তাই আগামী নির্বাচনে আবারো ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
আজ ৯ আগষ্ট (শনিবার) বিকেলে হাটহাজারীর কাপ্তাই সড়কের হাজীর ঘাটা চত্বরে স্থানীয় ১৩ নং দক্ষিণ মাদার্শা, ১৪ নং শিকারপুর ও ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে তিন ইউনিয়নের যৌথ এই সমাবেশে দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় অংশ নেন।
বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকার ও আওয়ামী লীগ নানা কায়দায় দেশে নির্বাচনকে পঙ্গু করে তুলেছে। এ অপশক্তির শোষণ ও প্রতারনার বিরুদ্ধে জনগণের সংগ্রাম থামানো যাবে না। আর কোনো দিন এই দেশে এমন অন্যায় ও অবিচার বরদাশত করা হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ১৫ নং শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নূর খান। যৌথ সঞ্চালনায় ছিলেন দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল আনুষ্ঠানিকভাবে তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। তিনি আশা প্রকাশ করেন, ফরম বিতরণ ও পূরণের মাধ্যমে এই তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সংগঠিত হবে।
মোহাম্মদ নূর খান (১৫ নং শিকারপুর সভাপতি), শাহজাহান বাদশা (দক্ষিণ মাদার্শা সাধারণ সম্পাদক), এস এম ফারুক (শিকারপুর সাধারণ সম্পাদক), শেখ মোহাম্মদ মহিউদ্দিন (বুড়িশ্চর সাধারণ সম্পাদক) ও অন্যান্য জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
হাটহাজারীতে তিন ইউনিয়ন বিএনপির যৌথ সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল ধানের শীষের গুরুত্ব ও আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে নেতারা ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।