মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় শিক্ষার্থীদের মেধা সম্মাননায় পুরস্কার বিতরণ

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০০

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান আবুল বশর আবু, এবং সঞ্চালনা করেন মাওলানা এম সোলাইমান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর পদে পদোন্নতি প্রাপ্ত ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস-চেয়ারম্যান ও একাডেমিক এডভাইজার মাওলানা এনামুল হক মাদানী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেক্রেটারি জসিম উদ্দিন, মাওলানা সাইফুল্লাহ মাদানী, অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী, মাওলানা মুহাম্মদ শাহজাহান, ব্যবসায়ী মোহাম্মদ এহেছানুল হক সহ মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণের শেষে মাওলানা সাইফুল্লাহ মাদানী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা উজ্জীবিত হয়ে মাদ্রাসার শিক্ষা ও মূল্যবোধে আরও মনোযোগী হওয়ার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর