
চট্টগ্রাম বন্দরের ১৮ জন ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম বহিঃনোঙ্গরে দেশি ও বিদেশি বাণিজ্যিক জাহাজের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে আসছে। বন্দর এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো ৫ দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে ১৮ জন ওয়াচম্যানকে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, জাহাজে অগ্নি নির্বাপণ এবং সমুদ্রে জীবন রক্ষার কৌশল বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।