
চট্টগ্রাম শহরের এক রেস্তোরাঁয় রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম কার্যকরী সভা আজ ১০ আগষ্ট (রবিবার) বিকেলে চট্টগ্রাম শহরের একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সফলভাবে সম্পন্ন হয়। সভায় দলের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক সভাপতিত্ব করেন। এতে মহানগরের প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা হয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণের। আগামীকাল শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া আগামী এক মাসব্যাপী ওয়ার্ডভিত্তিক গণসংযোগ কর্মসূচি গ্রহণ করে নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি জনগণের মতামতের ভিত্তিতে “চট্টগ্রাম সিটি নীতিমালা” প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন,
“জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে জনগণের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে এনে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন সম্ভব। আমাদের আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়, এটি একটি প্রজন্মের দায়।”
সভায় মহানগর কমিটির সদস্যবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কাঠামো, ডিজিটাল প্রচারণা ও তরুণদের সম্পৃক্ততার পরিকল্পনা তুলে ধরেন।
সভা শেষে সর্বসম্মতভাবে ঘোষণা করা হয়, চট্টগ্রাম হবে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের সূতিকাগার।
জাতীয় নাগরিক পার্টির এই নতুন কর্মসূচি চট্টগ্রামে রাজনৈতিক গতিশীলতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।