মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাউজান প্রেস ক্লাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৪

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে রাউজান প্রেস ক্লাব।

রবিবার (১০ আগস্ট) দুপুরে রাউজান উপজেলা পরিষদের সামনে এবং সদরের ফকিরহাট এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের প্রতিনিধি উপজেলা সহকারী ভূমি কমিশনার অংছিং মারমার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।”

সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ.কে বাবর, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস এবং সদস্য এ.এম মামুনুর রশিদ।

এ সময় রাউজান খেলোয়াড় সমিতির কর্মকর্তা সাদিকুজ্জামান শফি, সাংবাদিক নুরুল আলম, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ‘গ’ জোনের সমন্বয়ক নাজিম উদ্দিন কাদের, রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক এ.আর রাশেদ উদ্দিন, সদস্য মো. সাগর, মো. তারেক, আবুল হোসেন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের কর্মকর্তা মো. আসিফুর রহমান, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মাওলানা রিদোয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর