
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এক শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রবিবার (১০ আগস্ট) আগ্রাবাদ বিসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এস এম আলমগীর আলকাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ।
কোর্স সমন্বয়কারী ও হিসাব রক্ষণ কর্মকর্তা কিশোর কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক তানিজা জাহান, শিল্প নগরী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, প্রমোশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের ভূইঁয়া, জরিপ ও তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাদিয়া আফরিন, মোহাম্মদ নেজাম উদ্দিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, কে এম আরিফুর রহমান, শীলা, নাশিত, মণি, নিশু, সুমাইয়া, তুফা, নুরুল আলম ও রুবায়েতুল ইসলাম।
গত ৩ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন, মিনি মার্কেট পরিচালনা, ব্যবসা উন্নয়ন পরিকল্পনা ও পরিচালনা কৌশল বিষয়ে প্রবন্ধ পেশ করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।