মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

চকবাজারে আদর্শ নাগরিক ফোরামের কমিটি ঘোষণা আহবায়ক আনিসুল, সদস্য সচিব মঈনউদ্দিন

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯১

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আদর্শ নাগরিক ফোরাম-এর চকবাজার থানা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবু ওবাইদা আরাফাত ও অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল হক।

সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট আনিসুল ইসলাম তালুকদারকে আহবায়ক এবং ইঞ্জিনিয়ার মঈনউদ্দিন আহমদ মাহমুদকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অপর তিন সদস্য হলেন— মাসুদ ফরহাদ অভি, মো. হেলাল উদ্দিন ও মো. মিজানুর রহমান।

ঘোষিত আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় জানানো হয়।

উল্লেখ্য, আদর্শ নাগরিক ফোরাম দীর্ঘ ২৫ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, খৎনা ক্যাম্প, বৃক্ষরোপণসহ নানা জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর