
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার দোহাজারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আনুমানিক ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কারেন্ট জাল বিক্রির দায়ে ৪ দোকানিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদসহ উপজেলা ভূমি অফিস ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।