
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের বিশেষ অভিযান চলছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত থেকে সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করছেন টুরিস্ট পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আপেল মাহমুদ।
অভিযানে সৈকত এলাকায় অবস্থানরত পর্যটকদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত মতামত নেন। পাশাপাশি অসাধু চক্রের হাত থেকে পর্যটকদের রক্ষা ও হয়রানি প্রতিরোধে সার্বক্ষণিক টহল জোরদারের নির্দেশ দেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।
ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সৈকত এলাকা যেন পরিবার ও শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ থাকে, সে জন্য টুরিস্ট পুলিশ সর্বদা তৎপর।”
টুরিস্ট পুলিশের এ বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি ও অন্যান্য কর্মকর্তারা। অভিযান চলাকালীন পর্যটকদের ভিড় থাকা কলাতলী, লাবণী, সুগন্ধা ও ইনানি পয়েন্টে বাড়ানো হয় পুলিশি উপস্থিতি।
স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, টুরিস্ট পুলিশের তৎপরতায় তারা আরও নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করছেন।