মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

পুলিশের উপর হামলা: বন্দর থানা এলাকায় ১৮ সন্ত্রাসী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪০

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী ১৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটের দিকে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের হলে সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় মিছিলে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায় এবং কর্তব্য পালনে বাধা প্রদান করে। এতে এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হন।

পরে রাত ১১টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ হাসান (২২), ২। জাহিদ হাসান (২৩), ৩। মনির হোসেন (২৮), ৪। শাহাদাত হোসেন (৪৯), ৫। মোঃ দেলোয়ার (২০), ৬। মোহাম্মদ দেলোয়ার (২৮), ৭। অমিত হাসান শান্ত (২৫), ৮। মোঃ আব্দুল আজিম (৫৫), ৯। মোঃ ইকবাল (৩২), ১০। মোশারফ প্রকাশ সাহেব (৪৯), ১১। মোঃ রাকিব সরকার (২৩), ১২। মোহাম্মদ তাসরিফ (২৫), ১৩। সালাউদ্দিন বাদশা (৫২), ১৪। নূর উদ্দিন মাসুম (৪২), ১৫। মোঃ নূর উদ্দিন (৪৭), ১৬। ইমতিয়াজুর রহমান (১৯), ১৭। মোঃ রিমন (২৯) এবং ১৮। মোঃ টিপু (২৪)।

তাদের দখল থেকে উদ্ধার করা হয়েছে— লোহার পাইপ, শাবল, কুড়াল, চাপাতি, লোহার কাচি, ধামা, দা, কাঠের বাটযুক্ত ছোরা ও টিপছোরা সহ মোট ১২টি দেশীয় অস্ত্র।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর